Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা ফল প্রকাশ নিয়ে যা বললো পিএসসি

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা ফল প্রকাশ নিয়ে যা বললো পিএসসি
সংগৃহীত ছবি

উত্তরপত্র মূল্যায়নে দেরি হওয়ায় মার্চে নয়, এপ্রিলের প্রথম সপ্তাহে ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলপ্রকাশ করা হতে পারে।মঙ্গলবার (১৯ মার্চ) এ তথ্য জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন।

তিনি বলেন, ‘মার্চের শেষ দিকে আমরা ফল প্রকাশের চিন্তা-ভাবনা করছিলাম। নম্বর গণনাসহ বেশ কিছু কাজ থাকায় মার্চে ফলপ্রকাশ করা সম্ভব হবে না। আশা করি, এপ্রিলের শুরুতে ফলপ্রকাশ করতে পারবো।’

৪৪তম বিসিএসের আবেদন শুরু হয় ২০২১ সালের ৩০ ডিসেম্বর তা ২ মার্চ পর্যন্ত চলে। ওই বিসিএসে ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী আবেদন করেন। ২০২২ সালের ২৭ মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ জন পাস করেন। গত বছরের ২৯ ডিসেম্বর এ বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়।

ওই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, পরিবার পরিকল্পনায় ২৭, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।


টিএ

সর্বশেষ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪