রোজাদারদের জন্য সুসংবাদ! হাদিসে বর্ণিত রহমত ও পুরস্কার
রমজান মাস, মুসলিমদের জন্য বিশেষ আধ্যাত্মিকতার মাস। এই মাসে রোজা রাখার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ পান মুমিনরা। হাদিসে রোজাদারদের জন্য অসংখ্য সুসংবাদ বর্ণিত হয়েছে, যা তাদের ঈমান ও ধৈর্যকে আরও দৃঢ় করে।
জান্নাতের বিশেষ দরজা: হাদিসে বর্ণিত হয়েছে, জান্নাতে 'রায়য়ান' নামক একটি দরজা রয়েছে। কিয়ামতের দিন শুধুমাত্র রোজাদাররাই এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। (সহিহুল বুখারি ১৮৯৬)
পাপের মাফ: রাসুল (সাঃ) বলেছেন, "যে ব্যক্তি ঈমান ও আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে রমজান মাসের রোজা রাখে, তার পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়।" (সহিহ মুসলিম)
জাহান্নাম থেকে মুক্তি: হাদিসে এসেছে, "যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে ৭০ বছরের দূরত্বে নিয়ে যান!" (সহিহুল বুখারি- ২৮৪০)
দোয়া কবুল: রাসুল (সাঃ) বলেছেন, "তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না: পিতার দোয়া, রোজাদারের দোয়া ও মুসাফিরের দোয়া।" (আস-সুনানুল কুবরা লিল বাইহাকি ৬৩৯২)
এমআইপি