Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ইউনিক সাজে নজর কাড়লেন মনামী

ইউনিক সাজে নজর কাড়লেন মনামী
ভিন্নধর্মী পোশাকে মনামী ঘোষ

মনামী ঘোষের ইউনিক সাজ দেখে অনেকেই অনেক সময় মজা করেন। কখনো কখনো আবার সেই সাজ এবং হাটকে ডিজাইনের পোশাক দিয়ে তিনি নজর কেড়ে নেন সবার। এদিনও ঠিক একই ঘটনা ঘটল ফিল্মফেয়ারে।

ফিল্মফেয়ারে মনামী ঘোষ একটি সাদার উপর লাল সুতোর নকশি কাঁথা ডিজাইনের স্লিভলেস গাউন পরেছিলেন। পিঠ ছিল সম্পূর্ণ উন্মুক্ত। তবে নেট দেওয়া ছিল তার এই গাউনের পিঠে। আর সেখানেই লেখা ছিল বাংলার বিখ্যাত নকশি কাঁথা স্টিচ একটি পদ্য।

মনামীর পিঠে লেখা ছিল— অস্ফুট সেই না বলা কথা / মনের আবেগের হারানো ব্যাথা / আঁকে আর লিখে শোক গাঁথা / কত স্বপ্ন দিয়ে বোনে, নকশি কাঁথা। এর সঙ্গে তিনি হাতে একটি বটুয়া ব্যাগ নিয়েছিলেন। আর চুলটাকে লাল ফিতে দিয়ে পুরনো দিনের স্কুল গার্লের মতো বেঁধে রেখেছিলেন।

শুভশ্রী গঙ্গোপাধ্যায় মনামীর পোস্টে লেখেন, মনোমুগ্ধকর। আর রূপাঞ্জনা মিত্র লেখেন, দুর্দান্ত দেখাচ্ছে তোকে। এছাড়াও নেটিজেনদের বিভিন্ন মন্তব্য করতে দেখা যায় সেই পোস্টে।


কেএ

নামাজের সময়সূচী

শনিবার, ২০ এপ্রিল ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪