Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

উপজেলা নির্বাচন অবাধ ও উৎসবমুখর পরিবেশে হবে : ইসি রাশেদা

উপজেলা নির্বাচন অবাধ ও উৎসবমুখর পরিবেশে হবে : ইসি রাশেদা
(ছবি সংগৃহিত)

‘দ্বাদশ জাতীয় নির্বাচনের মতো এবারের উপজেলা নির্বাচনও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করাই নির্বাচন কমিশনের লক্ষ্য। আমাদের আমরা চাই আমাদের জাতীয় ইলেকশনে যে একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে, সেটা ধরে রাখতে।  সেটা থেকে কোনও ক্রমেই নিচে নামতে চাই না, বরং আরও ওপরে উঠতে চাই বলে মন্তব্য করলেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।’

আসন্ন উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র অনলাইনে জমা দিতে হবে বলে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশ ডিজিটালাইজেশনে এগিয়ে যাচ্ছে। পুরো বিশ্ব অনেক এগিয়ে গেছে। আমরা অনেকটাই পিছিয়ে আছি। আমরা চাই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে। কোনও প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে গিলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। অনলাইনে জমা দিলে তা ঘটবে না।’

তিনি আরও বলেন, ‘আগে দুই ভাগে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ ছিল। এবার অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।’

উপজেলা নির্বাচনে বিধিবিধানে পরিবর্তন বিষয়ে রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচনে প্রার্থীর জামানতের বিষয়ে পরিবর্তন এসেছে। উপজেলা চেয়ারম্যানের জামানত এক লাখ টাকা। ভাইস চেয়ারম্যানের ৭৫ হাজার টাকা ও নারী ভাইস চেয়ারম্যানের জামানত আগেরটাই রয়েছে। চেয়ারম্যান প্রার্থীর জন্য জামানত দিতে হবে এক লাখ টাকা। অনেকেরই প্রশ্ন এটা বৃদ্ধি কেন করা হলো? ২০-৩০ বছর আগে যেটা প্রচলন ছিল সেটা এখনও বহাল থাকবে, এটা বাস্তবসম্মত না। আমরা কিন্তু বাস্তবতা মেনে এই জামানত বৃদ্ধি করেছি। আমরা আরেকটা বিষয় সংশোধন করেছি, আগে একজন স্বতন্ত্র প্রার্থীর আড়াইশ জন ভোটারের স্বাক্ষর লাগতো। আমরা এটা সংশোধন করেছি। কারণ, এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। একজন ভোটার আগে থেকেই একজনের পক্ষে হয়ে যাবেন, মানুষ জেনে যাবে তিনি তার পক্ষের লোক। এক্ষেত্রে ভোটারের গোপনীয়তা থাকে না, তাই আমরা এটা তুলে ফেলেছি।’

ইভিএম নিয়ে তিনি বলেন, ‘ইভিএম দিয়ে আমরা সবগুলো নির্বাচন করতে পারলে খুশি হতাম। সেই সক্ষমতা আমাদের নেই। এখন যে ইভিএমগুলো ভালো, কাজ করতে সক্ষম সেগুলো দিয়ে নির্বাচন করতে চেয়েছি। রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ ও পাবনা জেলায় ইভিএম মেশিনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জেলাগুলোর সব ধাপের ভোট গ্রহণ ইভিএমে হবে। আর বিভাগের বাকি জেলাগুলোর সব ধাপের ভোট গ্রহণ ব্যালট পেপারে অনুষ্ঠিত হবে।’

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ফয়সাল মাহমুদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হেমায়েতুল ইসলাম ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এএজি

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন