কুরিয়ার সার্ভিস শাখা থেকে ১৬ বস্তা নকল সিগারেট জব্দ
টাঙ্গাইলে এস এ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস শাখা থেকে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে ঢাকা-টাঙ্গাইল সড়কের টাঙ্গাইল পৌরসভার পূর্ব আদালতপাড়া এলাকায় এস এ পরিবহনের শাখা থেকে ১৬ বস্তা নকল সিগারেট জব্দ করা হয়।
টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার তথ্যের ভিত্তিতে এস এ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস কাউন্টার থেকে সিগারেটগুলো জব্দ করা হয়। ১৬ বস্তায় ১৬ হাজার প্যাকেট ডারবি ও হলিউড ব্র্যান্ডের নকল সিগারেট পাওয়া যায়। বাজারে যার আনুমানিক মূল্য সাত থেকে আট লাখ টাকা। সিগারেটগুলো গাইবান্ধা ও বগুড়া থেকে পাঠানো হয়েছিল। গাইবান্ধার শাহেদ নামের একজন কুরিয়ারে পাঠিয়েছেন। টাঙ্গাইলে জব্বার নামে একজনের রিসিভ করার কথা ছিল। কুরিয়ার থেকে তাদের দুজনকে ফোন দিলেও ধরেননি। পরে সিগারেটগুলো থানায় নিয়ে আসা হয়।’
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ‘কাস্টমস কর্মকর্তারা সিগারেটগুলো জব্দ করেছেন। তারা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিষয়ে এস এ পরিবহনের ম্যানেজার নূর মোহাম্মদ সুজনের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। উল্টো স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে তিনি যোগাযোগ করতে বলেন। এদিকে, আরিফুল ইসলাম নামে স্থানীয় একজন সাংবাদিক পুলিশের অভিযানের সময় ভিডিও করেন। তখন এ সএ পরিবহনের ম্যানেজার পুলিশের সহায়তায় তার ফোন থেকে ভিডিও ডিলিট করেন।
সাংবাদিক আরিফুল ইসলাম বলেন, ‘এস এ পরিবহনের ম্যানেজার নূর মোহাম্মদ সুজন ভিডিও করার সময় আমার মোবাইল ফোনটি কেড়ে নেন। পরে পুলিশের সহায়তায় ভিডিও ডিলিট করেন। তারপরও ভিডিওটি আমার মোবাইলে রয়ে গেছে। ঘটনার ভিডিও করায় ম্যানেজার নূর মোহাম্মদ সুজন আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন।’
এএজি