চাঁপাইনবাবগঞ্জে পুকুরে পাওয়া গেল ৫টি মূর্তি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুকুর খনন করার সময় মাটির নিচে পাওয়া গেল পাথরের ৫টি মূর্তি। একটি সরকারি পুকুরের খননের সময় এসব মূর্তির সন্ধান পান শ্রমিকরা।
মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে নাচোলে কসবা ইউপির রানিদিঘি এলাকায় বাঁশ পুকুরে এ এসব মূর্তির সন্ধান পাওয়া যায়।
পরে মূর্তিগুলো উপজেলা প্রশাসন উদ্ধার করে। নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সবুজ হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মো. সবুজ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মূর্তিগুলো উদ্ধার করে উপজেলা প্রশাসন। তবে মূর্তিগুলো কোনো দেব-দেবীর কি না তা এখনো জানা জায়নি।
তিনি আরও বলেন, মূর্তিগুলো নিয়ম অনুযায়ী জেলা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
কেএ