Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

উপজেলা পরিষদ নির্বাচন

যশোর সদর উপজেলার ভোটগ্রহণ স্থগিত

যশোর সদর উপজেলার ভোটগ্রহণ স্থগিত

তৃতীয় ধাপে অনুষ্ঠেয় যশোর সদর উপজেলার সব পদের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। আদালতের আদেশ বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।  

নির্বাচন কমিশনের এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়েছেন বলে জানান নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান।  

তৃতীয় ধাপে আগামী ২৯ মে যশোর সদর উপজেলায় ভোটগ্রহণের কথা ছিল।

এ উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী ছিলেন। এখন আদালতের আদেশে চেয়ারম্যান পদে আরও একজন প্রার্থী যুক্ত হবেন।

নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়েছে, যশোর সদর উপজেলায় চেয়ারম্যান পদে মো. শাহারুল ইসলাম আদালতে গেলে গত ১৩ মে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পাশাপাশি প্রতীক বরাদ্দের আদেশ পান তিনি। পরদিন নির্বাচন কমিশন আপিল করলে তাতে ‘নো অর্ডার’ আদেশ আসে।

এমন পরিস্থিতিতে নতুন প্রার্থীকে যুক্ত করে আদালতের আদেশ বাস্তবায়নে ২৯ মে অনুষ্ঠেয় সদর উপজেলার সব পদের নির্বাচন স্থগিত করা হয়।


টিএ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪