Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

২০২৪-২০২৫ বাজেট অধিবেশন

বাজেটে সাধারণ মানুষের স্বস্তির কোনো কারণ নেই: জি এম কাদের

বাজেটে সাধারণ মানুষের স্বস্তির কোনো কারণ নেই: জি এম কাদের
সংগৃহীত ছবি

সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ঋণ পরিশোধে নতুন করে ঋণের পথে হাঁটছে সরকার। প্রস্তাবিত বাজেট জনবান্ধব বাজেট হতে পারে না। কারণ, বাজেটে সাধারণ মানুষের স্বস্তির কোনো কারণ নেই। বাজেটের পর দেশ একটা বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়তে যাচ্ছে।

বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর সংসদ থেকে বেরিয়ে গণমাধ্যমে এ কথা বলেন জি এম কাদের।

তিনি বলেন, গতানুগতিক বাজেট এটা; বিশেষ কিছু নেই। বেকার সমস্যা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ডলারের অবমূল্যায়ন, এসব উত্তরণে কোনো পদক্ষেপ নেই বাজেটে। ঘাটতি থাকবে অনেক টাকা। আয়ের চেয়ে ব্যয় হবে বেশি। দেশি-বিদেশি ঋণ বাড়বে। 

বিরোধীদলীয় এই নেতা বলেন, বাজেটে বিপুল অংক ঋণনির্ভর। করের বোঝা বাড়বে জনগণের ওপর।

মানুষ কোনোভাবেই স্বস্তি পাবে না। গরিব মানুষের জন্য কিছু আছে বাজেটে, এটা মনে করি না। সরকার বিদ্যুৎ খাতকে বলেন অর্জনের, আমরা বলি লজ্জার খাত এটা। ক্যাপাসিটি পেমেন্টের মাধ্যমে ডলার চলে যাচ্ছে বাইরে।


টিএ

নামাজের সময়সূচী

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪