Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

ফরিদপুরে গাঁজার গাছসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে গাঁজার গাছসহ একজন গ্রেপ্তার
ফাইল ছবি

ফরিদপুরের সদরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বাড়ির আঙিনা থেকে তিনটি গাঁজা গাছসহ কেশব দাস (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কেশব দাস জেলার সদরপুর উপজেলার বাইশ-রশি গ্রামের মৃত শংকর দাসের ছেলে।

শনিবার (৯ জুন) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক শামীম হোসেন জানান, শনিবার (৮ জুন) বিকেল ৪টার দিকে আমাদের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার সদরপুর থানাধীন বাইশ-রশি গ্রামে অভিযান চালায়। এ সময় কেশব দাসের বাড়ির আঙিনা থেকে তিনটি গাঁজা গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

তিনি আরো জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জনাব মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে সদরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের এ ধারা আরো জোরদার করা হবে বলেও জানান তিনি।

 


কেএ