Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

জেলা সংবাদ

ঠাকুরগাঁওয়ে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ১

ঠাকুরগাঁওয়ে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ১
সংগৃহীত ছবি

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে যাত্রীবাহী বাসের ভিতর থেকে ১শ বোতল ফেনসিডিলসহ দুলাল হাসান (১৬) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

সোমবার রাতে সদর উপজেলার খোঁচাবাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ এ.বি.এম ফিরোজ ওয়াহিদ।

গ্রেফতারকৃত দুলাল হাসান বালিায়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের শাহিনুরে ছেলে।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে দুলাল হাসান (১৬) নামের একজন কিশোর একটি যাত্রীবাহী বাসে করে ঠাকুরগাঁও থেকে নারায়ণগঞ্জের দিকে ১শ বোতল ফেনসিডিল নিয়ে যাচ্ছিলো। পরে সদর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ছোট খোঁচাবাড়ী বাজার এলাকায় সেই বাসটি আটকিয়ে তাকে তল্লাশি করা হয়। এসময় তার থেকে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, সেই সাথে তাকে আটক করা হয়।  

ওসি ফিরোজ ওয়াহিদ আরো বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


টিএ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪