হজে গেলেন অনন্ত জলিল
হজে গেলেন নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। হজে যাওয়ার আগে এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন নায়ক নিজেই।
সোমবার (১০ জুন) ভিডিও বার্তায় অনন্ত জলিল বলেন, ‘এর আগে সপরিবারে ৮-৯ বার আমি ওমরাহ করেছি। এবারই প্রথম হজে যাচ্ছি। আমার প্রাণপ্রিয় শুভাকাঙ্ক্ষী ও ভক্তগণের কাছে দোয়া চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।’
হজ থেকে ফিরে বিগ বাজেটের ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন অনন্ত। ঈদের পর সিনেমাটির শুটিং ইউরোপে হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্মিতব্য এ সিনেমাটি পরিচালনা করছেন দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার।
এছাড়া জাজ মাল্টিমিডিয়ার ‘চিতা’ সিনেমায় মাসুদ রানার ভূমিকায় দেখা যাবে অনন্ত জলিলকে। পরবর্তী দুই সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হওয়ার আগেই হজ পালনের উদ্দেশে দেশত্যাগ করছেন তিনি।
কেএ