কুয়েতে অগ্নিকাণ্ডে নিহতদের ৪০ জনই ভারতীয়
কুয়েতের মানগাফ শহরে একটি আবাসিক ভবনের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাড়িঁয়েছে ৪৯ জনে। এর মধ্যে ৪০ জনই ভারতীয়, যার মধ্যে আবার ২১ জনই কেরালার অধিবাসী।
বৃহস্পতিবার (১৩ জুন) ভারতের দক্ষিণ রাজ্যের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, বুধবার (১২ জুন) মানগাফ শহরে একটি আবাসিক ভবনের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ ভারতীয় ছাড়া আরও ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানায়, কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ কুয়েতে যাচ্ছেন। এ সময় তিনি অগ্নিকাণ্ডে দগ্ধদের সঙ্গে সাক্ষাৎ করবেন, আর মৃতদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন।
উল্লেখ্য, কুয়েতের আহমেদি গভর্নরেটের মাঙ্গাফ শহরে সাততলা একটি ভবনের রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে ১৯৫ জন বাস করতেন, যারা একই কোম্পানির শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন থেকে বাঁচতে ভবনের পঞ্চম তলা থেকে কয়েকজন লাফ দিয়ে মারা যান।
এ আবাসিক ভবনটি আইন লঙ্ঘন করে অত্যন্ত অনিরাপদভাবে নির্মাণ করা হয়েছিল। স্থানীয় এক সিনিয়র পুলিশ কমান্ডারের বরাত দিয়ে রয়টার্স বলেছে, যে ভবনটিতে আগুন লেগেছে, সেটি শ্রমিকদের থাকার জন্য ব্যবহৃত হতো এবং সেখানে প্রচুর সংখ্যক শ্রমিক ছিল। তারা কম খরচে এ ভবনটিতে বাস করতো বলে জানা গেছে।
এএজি