Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

হজের নিয়ম লঙ্ঘনের দায়ের গ্রেপ্তার ২৬

হজের নিয়ম লঙ্ঘনের দায়ের গ্রেপ্তার ২৬
প্রতীকী ছবি

ক্বাবা শরীফে হজ করার জন্য সৌদী কর্তৃপক্ষের পূর্বানুমতি নেয়ার বিধান ভঙ্গ করার কারণে ১৮ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে হজ নিরাপত্তা বাহিনী। ৯১ জনকে পরিবহন করে মক্কায় নিয়ে যাওয়ার অপরাধে মক্কার প্রবেশপথে বৃহস্পতিবার তাদেরকে গ্রেপ্তার করা হয়। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজের।

অপরাধীদের বিরুদ্ধে সৌদী পাসপোর্ট মহা অধিদপ্তরের মৌসুমী প্রশাসনিক কমিটি ১৮টি প্রশাসনিক সিদ্ধান্ত জারি করে। এর মধ্যে প্রত্যেক পরিবহনকারীর জন্য ১৫ দিনের জেল এবং ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা অন্তর্ভুক্ত। এই জরিমানা হজের অনুমতি ব্যতীত পরিবহন করা মোট যাত্রীর সংখ্যা অনুসারে গুণ করা হবে।

এছাড়া প্রবাসী অপরাধীদের শাস্তি ভোগের পর নির্বাসিত করা হবে। সেই সঙ্গে প্রাসঙ্গিক আইন মেনে নির্দিষ্ট সময়ের জন্য সৌদি আরবে তাদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হবে।

সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুসারে, সন্দেহভাজনদের একজন উপসাগরীয় কোনো দেশের নাগরিক, একজন প্রবাসী ও ১৬ জন সৌদি নাগরিক।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও প্রবাসীদের হজের নিয়ম ও প্রবিধান মেনে চলার আহ্বান জানিয়েছে, যাতে হজযাত্রীরা তাদের অনুষ্ঠান পালনের সময় নিরাপত্তা, সুরক্ষা ও আরাম উপভোগ করতে পারে।

 


কেএ

নামাজের সময়সূচী

সোমবার, ০৭ অক্টোবর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪