সৈকত ও অনুপমের স্মার্ট বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের (স্নাতকোত্তর) শিক্ষার্থী মোঃ আশিকুর রহমান (সৈকত) ও অনুপম সরকারের লেখা "টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ: নেভিগেটিং টুমরোস ডিজিটাল ল্যান্ডস্কেপ" বইটির মোড়ক উন্মোচিত হয়েছে।
সম্প্রতি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. আতাউর রহমান, রেজিস্ট্রার ড. হুমায়ুন কবির, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, জনসংযোগ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ও পিএস টু ভিসি এস. এম. হাফিজুর রহমান প্রমুখ।
মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের এই দুইজন শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টা আমাদের যাত্রায় সাহায্য করবে। ভবিষ্যতে শিক্ষার্থীদের কাছ থেকে এরকম আরও সৃজনশীল কাজ আশা করছি।
সৈকত এবং অনুপম বলেন, এটি শুধু একটি বই নয়, এটি একটি আহ্বান। এটি হাতে হাত ধরে এগিয়ে যাওয়ার, ডিজিটাল যুগকে উন্মুক্ত হৃদয়ে গ্রহণ করার এবং একটি সমৃদ্ধ, টেকসই এবং সত্যিই স্মার্ট ভবিষ্যৎ সহ-সৃষ্টির আমন্ত্রণ। আসুন আমরা এই যাত্রায় একসাথে এগিয়ে যাই।একটি স্মার্ট বাংলাদেশের স্বপ্নে উদ্বুদ্ধ হই। একটি জাতি যেখানে প্রযুক্তি বিলাসিতা নয় বরং অগ্রগতির একটি হাতিয়ার, সবার জন্য একটি উজ্জ্বল আগামীর সেতু।
উল্লেখ্য, বইটি দেশ-বিদেশের যেকোনো প্রান্ত থেকে রকমারি ডট কম (https://www.rokomari.com/book/418000/towards-smart-bangladesh) থেকে অর্ডার করে সংগ্রহ করা যাবে।
এএজি