Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

রংপুরে ঈদের প্রধান জামাত সকাল ৮ টায়

রংপুরে ঈদের প্রধান জামাত সকাল ৮ টায়
প্রতিকী ছবি

রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে জেলার প্রধান ইদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। ঈদুল আজহার প্রধান জামাত উপলক্ষ্যে জেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। রংপুর কালেক্টরেট ইদগাহে ইদুল-আজহার নামাজ সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। 

নামাজে ইমামতি করবেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. বায়েজীদ হোসাইন।

ঈদের দিন আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে প্রধান জামাত রংপুর জেলা মডেল মসজিদে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮ টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। কামাল কাছনা বড় জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদুল-আজহার প্রধান জামাতের সময়ের সঙ্গে সংগতি রেখে জেলার অন্যান্য ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।


টিএ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪