Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

জেলা সংবাদ

সিলেটে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

সিলেটে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ
প্রতিকী ছবি

সিলেটের ওসমানীনগরে হাওরে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার সকালে উপজেলার বানাইয়া হাওরে মাছ ধরে গিয়ে নিখোঁজ হন উপজেলার সাদিপুর ইউনিয়নের লামা গাভুরটিকি গ্রামের মৃত ঠাকুরচান সরকারের ছেলে অজিত সরকার। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।  

জানা গেছে, শনিবার সকালে নৌকা নিয়ে বানাইয়া হাওরে মাছ ধরতে যান অজিত সরকার (৪৭)।

এরপর খোঁজাখুজি করে তার ব্যবহৃত ছাতা ও নৌকার বৈঠা পাওয়া গেলেও নৌকা এবং অজিত সরকারকে পাওয়া যায়নি। অজিত সরকারের নিখোঁজ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন সাদিপুর ইউপির সচিব মারতি নন্দন ধাম।  

ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক জানান, মাছ ধরতে গিয়ে একজন নিখোঁজের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


টিএ

সর্বশেষ

নামাজের সময়সূচী

রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪