আমি বাড়ি যাওয়ার জন্য তৈরি ছিলাম না: মার্টিনেজ
চলতি কোপা আমেরিকায় প্রথমবার কোয়ার্টার ফাইনালে শেষ মুহূর্তে তাদের জাল কাঁপিয়ে আর্জেন্টাইন ভক্তদের বুকে কাঁপন ধরায় ইকুয়েডর। অধিনায়কের ব্যর্থতা এমিলিয়ানো মার্টিনেজের মনোবলে চিড় ধরাতে পারেনি। শুটআউটে দারুণ দুটি সেভে ৪-২ গোলে জয়ের নায়ক তিনি।
ম্যাচ শেষে কোয়ার্টার ফাইনালের হিরো বললেন, এখনই ছিটকে যাওয়ার মতো দল তারা নয়। শুটআউটের আগে সতীর্থদের উজ্জীবিত করেছিলেন মার্টিনেজ, ‘টাইব্রেকার শুরুর আগে আমি সতীর্থদের বলেছিলাম আমি এখনই বাড়ি যাওয়ার জন্য তৈরি নই। এই দল ফাইনালে যাওয়ার দাবি রাখে।
লিসান্দ্রো মার্টিনেজের গোলে আর্জেন্টিনা প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল। কিন্তু ইনজুরি টাইমে কেভিন রদ্রিগেজের গোলে সমতা ফেরায় ইকুয়েডর। ফাইনালের আগে নকআউটে অতিরিক্ত সময় না থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম শটেই মেসির মিস। তবে অ্যাঞ্জেল মিনা ও অ্যালান মিন্দাকে রুখে দিয়ে সেমিফাইনালে ওঠার পথ তৈরি করেন মার্টিনেজ।কঠোর পরিশ্রমের কারণেই এই সাফল্য বললেন মার্টিনেজ, ‘আমি ট্রেনিংয়ে দৈনিক ৫০০ বার ডাইভ দেই। সব সময় ভালো অবস্থায় তাকি। যারা টাকা খরচ করে আমাদের খেলা দেখতে এসেছিল তারা এটার দাবি রাখে। আমি আবেগে ভাষা হারিয়ে ফেলেছি। গোলকিপার ও ব্যক্তি হিসেবে আমি আরও উন্নতি করতে চাই।’
দলের জয় নিশ্চিত হওয়ার পর ইকুয়েডরের গোলকিপার ডোমিঙ্গেজকে সান্ত্বনা দিয়েছেন মার্টিনেজ। প্রতিপক্ষের প্রশংসা করে তিনি বলেছেন, ‘তারা আমাদের জন্য সবকিছু কঠিন করে তুলেছিল। আমরা ভালোভাবে খেলতে পারছিলাম না। দারুণ খেলে তারা এবং আমরা জানতাম এই কাপে তারা অন্যতম কঠিন দল। দুর্ভাগ্যবশত তারা শেষ দিকে সমতা ফেরালো এবং আমরাও প্রথম পেনাল্টি মিস করলাম। আমাদের জন্য এটা কঠিন ছিল।’
এএজি