প্রার্থনা
আর হয়না,,,,,
স্বপ্ন বুনা,,,,,
কাজলা মেঘের ভেলায়
ভেসে ভেসে,,,
নিঃসিম আকাশে
উরন্ত বলাকার মতো,,,,
পালক ছড়ায় ,,,,,,শব্দ মালা ,,,,,
বলা হয় না আর।।
কোঠরাগত রাজকুমারের ,,,,,
ভ্রমরের মতো,,,,,
অবরুদ্ধ, অচলায়তন,,,,,,
সন্তাপ জাগায় বিবমিষা,,,,
জীবনের ব্যকুল আকুতি।।
আনমনে তাকিয়ে দেখি,,,,
বিস্তৃত বনভুমি, সুবিশাল প্রান্তর,,,,,
মরুভুমির নির্জনতা,,,,,,,,।।
প্রার্থনা,,,,, নির্মল করো,,,,,,
তোমার জলধারায় ,,,,,
কুলষিত মর্মবেদনা,,,
তোমাতে অবগাহন করে,,,,,
সিক্ত হই,,,,ধুয়ে দেই সব যাতনা।।
কলমে - জহুরা জ্যোতি
টিএ