Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন সোহিনী- শোভন

অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন সোহিনী- শোভন
ছবি সংগৃহিত

বিয়ের বন্ধনে নিজেদের বাঁধলেন সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়। 'দেখা হওয়ার এক বছরে, একই সাথে একই ঘরে'---এই ক্যাপশনেই নতুন শুরুর খবর দিলেন টালিউড অভিনেত্রী সোহিনী সরকার। সঙ্গে শেয়ার করলেন জীবনের বিশেষ এই দিনের বিশেষ কিছু স্মৃতি।

ঠিক এক বছর পর এই দিনেই আইনি মতে বন্ধনে বাঁধলেন অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। দক্ষিণ চব্বিশ পরগণার এক রাজবাড়িতে আইনি মতে বিয়ে সারলেন দুজনে। ১৪ জুলাই ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের নিয়ে সেখানে পৌঁছে যান তারা। সেখানেই আয়োজন ছিল বিশেষ ব্যাচেলর পার্টির। দুজনের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরাই আমন্ত্রিত ছিলেন সেখানে। ১৫ জুলাই চার হাত এক হলো টালিপাড়ার চর্চিত এই জুটির।

বরাবরই সাবেকি সাজ বেশি পছন্দের সোহিনীর। এমনকি সাবেকি ঘরোয়া সাজেই সোহিনীকে দেখতে অভ্যস্ত তার অনুরাগীরাও। তাই বিয়ের এই বিশেষ দিনে গাঢ় খয়েরী বেনারসিতে সেজেছিলেন সোহিনী। সঙ্গে মানানসই ঘিয়ে ব্লাউজ, খোপায় জুঁই ফুলের মালা আর মানানসই সোনার গয়না। সাদামাটা কনের সাজে সোহিনীর এই রূপ বড়ই মুগ্ধকর! অন্যদিকে শোভনের পরনে ছিল গাঢ় খয়েরী নকশা আঁকা সাদা পাঞ্জাবি। আর তারসঙ্গে মিলিয়ে গাঢ় খয়েরী ধুতি। বর-কনের সাজে দুজনকেই দেখাচ্ছিল দারুণ!

 সোহিনী তার সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করতেই শুভেচ্ছার বন্যা! যদিও নিরাশ হয়ে দু:খ পাওয়া অনুরাগীর সংখ্যাও কম নয়। নতুন আলোয় ভরে উঠুক সোহিনী-শোভনের নতুন এই জীবন। এই কামনাতেই ভরেছে সোহিনীর সোশ্যাল ওয়াল। 


এএজি

সর্বশেষ

নামাজের সময়সূচী

রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪