Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

কবিতা

ভ্রান্তি

ভ্রান্তি
গ্রাফিক্স : দেশদেশান্তর ২৪

আজীবন ই তামাকে সোনা
আর দস্তাকে ভেবেছি হীরা।

জল ভেবে আজলা পেতে
পেয়েছি মরিচীকা।

আলো ভেবে কতো যে,
পিছু ছুটেছি আলেয়ার
বর্ণিল কত রূপ  নিয়ে
লুকোয়  বর্ণকার।।

পদ্ম পাতায় জলের নাচন
দেখিতে শোভন,মুগ্ধ মন
ধরতে গিয়ে  খুজেঁ পেয়েছি
বিষের আলিঙ্গন ।

নীল চাঁদের দেশে ভেসেছি
জ্যোৎস্না  রাতে
কলংকমাখা চাঁদ
বিদ্রুপের  হাসি ঢেলেছে।

দৌঁড়ে দৌঁড়ে পাড় হতে চেয়েছি
শূনীল সাগর দিঘীর জল
পিছু ফিরে দেখি
ডুবে গিয়েছি অতল তল।

 

কলমে- জোহুরা জ্যোতি

 
এএজি

সর্বশেষ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪