Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

অলিম্পিক ফুটবল কোয়ার্টাের আর্জেন্টিনাসহ নিশ্চিতের পথে যারা

অলিম্পিক ফুটবল কোয়ার্টাের আর্জেন্টিনাসহ নিশ্চিতের পথে যারা
ছবি: সংগৃহীত

প্যারিসে চলছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট অলিম্পিকের ৩৩ তম আসর। ছেলেদের ফুটবল সেই ইভেন্টের অন্যতম। কেননা এই প্রতিযোগীতার অন্য ইভেন্টে ভক্তদের নজর না থাকলেও তারা ঠিকই মেতে থাকেন অলিম্পিকের ফুটবল ইভেন্টটি নিয়ে। কারণ এখানেও যে সোনা জয়ের লড়াইয়ে বিশ্বের বাঘা বাঘা দলগুলো মোকাবিলা করে একে অপরের। 

চলতি অলিম্পিক ফুটবলে কারা নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল কিংবা কাদের সম্ভাবনা রয়েছে শেষ আটে টিকিট পাওয়ার তাই জানব এই প্রতিবেদনে।

অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালের অপেক্ষায় আর্জেন্টিনা, মরক্কো এবং মিশরের মতো দলগুলো।

চলমান অলিম্পিক ফুটবলে চারটি গ্রুপে অংশ নিয়েছে মোট ১৬টি দল। যেখানে এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তিনটি দল। গ্রুপ 'এ' থেকে স্বাগতিক ফ্রান্স গ্রুপ 'সি' থেকে স্পেন এবং গ্রুপ 'ডি' থেকে জাপান।

এখনো ৯টি দল হাতে পায়নি শেষ আটের টিকিট। যাদের মধ্যে সবচেয়ে বড় চমকের নাম দুবারের সোনা জয়ী আর্জেন্টিনা। গ্রুপ 'বি'তে আর্জেন্টিনা, ইউক্রেন, মরক্কো এবং ইরাক সকলের পয়েন্ট সমান ৩।

মরক্কোর কাছে প্রথম ম্যাচে ২-১ গোলে হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচে ইরাককে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টারর সম্ভাবনা টিকিয়ে রেখেছে আর্জেন্টিনা। আগামীকাল নিজেদের শেষ ম্যাচে ইউক্রেনকে বাড়ির পথ দেখাতে পারলেই কোয়ার্টারের টিকিট কাটবে আর্জেন্টিনা।

অপরদিকে মরক্কো এবং ইরাকের মধ্যকার জয়ী দলও পৌঁছে যাবে শেষ আটে। শক্তির বিবেচনায় অনেকটাই এগিয়ে থাকবে ২০২২ বিশ্বকাপের সেমফাইনালিস্ট আশ্রাফ হাকিমির দল।

'এ' গ্রুপ থেকে ফ্রান্সের সঙ্গী হয়ে শেষ আটে যাওয়ার রাস্তা অনেকটাই সুগম যুক্তরাষ্ট্রের। কেননা নিউজিল্যান্ডের শেষ ম্যাচ ফ্রান্সের বিপক্ষে আর যুক্তরাষ্ট্র নিজেদের কোয়ার্টারের লড়াইয়ে খেলবে গিনির বিপক্ষে। শক্তির বিচারে এগিয়ে থেকে তাই শেষ আট নিশ্চিত করা শুধু সময়ের অপেক্ষা মার্কিনিদের।

যদিও ফ্রান্সের কোয়ার্টারে যাওয়া নিয়ে একটু শঙ্কা আছে। টানা ২ জয়ে ৬ পয়েন্ট থাকলেও দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ডের পয়েন্ট ৩ করে। শেষ ম্যাচে ফ্রান্স হেরে গেলে এবং নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র জিতে গেলে ফরাসীদের বিদায়ও নিতে হতে পারে। তবে শক্তিমত্তায় সেটি ঘটার কোনো কারন নেই।

 গ্রুপ 'সি' থেকে স্পেনের সাথে কোয়ার্টারে যাওয়ার উজ্জল সম্ভাবনা মিশরের। কেননা, এই গ্রুপের অন্য দুটি দল ডোমিনিকান রিপাবলিক এবং উজবেকিস্তান এখনো যে একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি। তাই ৪ পয়েন্ট অর্জন করা মিশর অপেক্ষায় শেষ আটের টিকিট হাতে পাওয়ার।

গ্রুপ 'ডি' থেকে এশিয়ার জায়ান্ট জাপানের সঙ্গে কোয়ার্টার ফাইনালের যাওয়ার অপেক্ষায় প্যারাগুয়ে। কেননা, এই গ্রুপেও বাকি দুটি দল মালি এবং ইসরায়েল এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি। ৩ পয়েন্ট নিয়ে প্যারাগুয়ে নিজেদের শেষ ম্যাচে মালিকে হারাতে পারলেই শেষ আট নিশ্চিত হবে লাতিন দেশটির।
এএজি

সর্বশেষ

নামাজের সময়সূচী

রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪