Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

বিশ্বকাপ আয়োজনে আর্জেন্টিনার নথি ফিফায়

বিশ্বকাপ আয়োজনে আর্জেন্টিনার নথি ফিফায়
ছবি: সংগৃহীত

১৯৩০ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল আয়োজিত হয় লাতিন আমেরিকার দেশ উরুগুয়ে। ২০৩০ সালে বিশ্বকাপ ফুটবল পা দিবে শতবর্ষে। তাই এ আসর আয়োজন করতে মরিয়া লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল।

উরুগুয়ে ও প্যারাগুয়েকে নিয়ে বিশ্বকাপ ফুটবলের শতবর্ষী আসর আয়োজনে আগ্রহী আর্জেন্টিনা। এ জন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে আয়োজনের নথি তুলে দিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া।

লাতিন আমেরিকার সামনে চ্যালেঞ্জ ইউরোপীয় মহাদেশ। বাই রোটেশন পদ্ধতিতে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার কথা ইউরোপীয়দের। ২০৩০ বিশ্বকাপ আয়োজনে আগ্রহীর তালিকায় ইউরোপের দুই দেশ স্পেন, পর্তুগালের সঙ্গে যুক্ত হয়েছে আফ্রিকার মরক্কো।

তবে শতবর্ষের আসর আয়োজন দাবি তুলেছে। শুধু দাবি তুলে নয় সাংগঠনিকভাবে লড়াইও নেমেছে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে। প্যারিসে অলিম্পিক চলাকলে ফিফা সভাপতির সঙ্গে দেখা করেছেন আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়ের ফুটবল ফেডারেশনের প্রধান।

সঙ্গে ছিলেন কনমেবলের প্রধান আলেজান্দ্রো ডোমিঙ্গুয়েজ ও ফিফার সেক্রেটারি জেনারেল ম্যাটিয়াস গ্রাফস্ট্রোমও। এ সময় ফিফা প্রধানের কাছে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের নথি তুলে দেন তাপিয়া। এর মাধ্যমে প্রশাসনিকভাবে নিজেদের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে লাতিন তিন দেশ।

নথিগুলোতে উল্লেখিত পরিকল্পনা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইয়ের পর বছরের শেষ দিকে প্রার্থী হিসেবে অনুমোদন দিবে ফিফার কংগ্রেস। এ সময় ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, ‘নথি জমায় দেওয়া হচ্ছে ২০৩০ ও ২০৩৪ ফিফা বিশ্বকাপের আবেদন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমাদের লক্ষ্য মানবতার জন্য ফুটবলকে অতুলনীয় ইভেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করা।’ এদিকে ২০৩৪ সালে বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। দেশটির সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল, সৌদি ফুটবল ফেডারেশনের (এসএএফএফ) সভাপতি ইয়াসির আল মিসেহাল এবং বিশ্বকাপ আয়োজনের প্রধান হাম্মাদ আলবালাউইও প্যারিসে ফিফা সভাপতির সঙ্গে দেখা করেন।

এ সময় ফিফার প্রধান বলেন, ‘চারটি কনফেডারেশনের সাতটি প্রার্থী দেশ এরমধ্যেই ফুটবলে ব্যাপক অবদান রেখেছে। তারা দুর্দান্ত আবেগ এবং সাংগঠনিক দক্ষতার পাশাপাশি ফুটবলের একটি সাধারণ দৃষ্টিভঙ্গি এবং এর মূল্যবোধগুলি প্রদর্শন করেছে। এই প্রয়োগের প্রক্রিয়াগুলো ফুটবল বিশ্বকে একত্রিত করে।

উল্লেখ, ২০২৬ সাল থেকে বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে ৪৮টি দেশ। ফলে এতো গুলো দেশ নিয়ে বিশ্বকাপের মতো বড় আসর আয়োজন করা এক দেশের পক্ষে সম্ভব নয়। এ জন্য ২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে আমেরিকা, কানাডা ও মেক্সিকো।

 
কেএ

সর্বশেষ

নামাজের সময়সূচী

রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪