প্যারিস অলিম্পিক কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-ফ্রান্স
ফুটবল মাঠে যদি আপনি ফুটবলীয় মহাযুদ্ধ দখতে চান তবে আপনার চোখ রাখতে হবে বর্তমান বিশ্বের অন্যতম দ্বৈরথ আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যকার ম্যাচের দিকে।
২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে বিধ্বস্ত করার পর ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে এমিলিয়ানো মার্টিনেজের কল্যাণে ফরাসিদের হারিয়ে ৩৬ বছরের অধরা ট্রফির আক্ষেপ ঘুচায় আলবিসেলেস্তেরা। তারপর থেকে মাঠ ও মাঠের বাহিরের ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে এ দুদলের দ্বৈরথের মাত্রা উঠেছে তুঙ্গে। বিশ্বকে এমন আরেকটি মহারণর দেখার সুযোগ করে দিয়েছে চলমান অলিম্পিকের ৩৩তম আসরটি।
'দ্য গেটেস্ট শো অন আর্থ' খ্যাত অলিম্পিকে আবারও মুখোমুখি দুই হেভিওয়েট আর্জেন্টিনা ও ফ্রান্স। আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হলে দু'দলের দেখা হতো গ্রান্ড ফিনালেতে। মঙ্গলবার (৩০ জুলাই) ইউক্রেনের বিপক্ষে জিতেও মাশচেরানো শিষ্যরা নিজেদের গ্রুপে রানার-আপ হওয়ায় ফ্রান্সের মাটিতেই কোয়ার্টার ফাইনালে লড়বে এ দু'দল।
সর্বশেষ ২০০৮ অলিম্পিক ফুটবলে সোনা জেতার পর আর কখনও এ প্রতিযোগিতার নকআউটে উঠতে পারেনি আর্জেন্টিনা। মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইউক্রেনের বিপক্ষে ২-০ গোলের সহজ জয়ে সেই বাঁধা টপকে গেছে তারা। অপরদিকে 'এ' গ্রুপ থেকে পূর্ণাঙ্গ ৯ পয়েন্ট নিয়ে থিয়েরি অঁরির শিষ্যরা নিশ্চিত করেছে শেষ আট।
তাই সমীকরণ অনুযায়ী গ্রুপ 'এ' চ্যাম্পিয়ন ফ্রান্স এবং গ্রুপ 'বি' রানার-আপ আর্জেন্টিনা একে অপরের মোকাবিলা করবে কোয়ার্টার ফাইনালে। যার সুবাদে ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালের পর আরও একবার ফ্রান্স ও আর্জেন্টিনার দেখা হতে যাচ্ছে অলিম্পিক ফুটবলের বিগ স্টেজে।
ফ্রান্সের মাটমুত আটলান্টিকে সেমিফাইনাল নিশ্চিতের মিশনে এ দু'দল মুখোমুখি হবে ২ আগস্ট বাংলাদেশ সময় রাত ১টায়। মাঠে খেলোয়াড়রা লড়লেও মাঠের বাহিরে এ দুই দলের ভক্তরাও কথার লড়াইয়ে যোগ করেন বাড়তি মাত্রা। কেননা সবশেষ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়ে ফ্রান্সকে নিয়ে বর্ণবাদী গানে সুর মেলান আর্জেন্টাইনরা। এছাড়াও, কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে এয়ারপোর্টে ফরাসি তারকা এমবাপ্পেকে নিয়ে ব্যাঙ্গ করেন এমি মার্টিনেজরা।
তাই নিশ্চিতভাবে বলা যায় অলিম্পিক ফুটবলের এবারের আসরে এ দুই পরাশক্তির লড়াই দেখতে মুখিয়ে লাতিন এবং ইউরোপসহ গোটা দুনিয়া।
এএজি