Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
ছবি সংগৃহিত

নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন কমসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ কাযালয় চত্বরে একটি বণাঢ্য র‌্যালী শেষে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন সংস সদস্য নওগাঁ-৬ সংসদ সদস্য এ্যাড.মোঃ ওমর ফারুক সুমন। এর পর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। সকাল ১১-৩০ মিনিট সময় উপজেলা পরিষদ সভা কক্ষে“ ভরবো মাছে দেশ,গড়বো স্মাট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপজেলা নিবাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস এর সভাপতিত্বেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য – এ্যাড.মোঃ ওমর ফারুক সুমন। এই মৎস্য সপ্তহ শেষে ৫ আগষ্ট । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রােই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ এবাদুর রহমান প্রামানিক।

অনুষ্ঠানে ম্বাগত বক্তব্য রাখেনসিনিয়র উপজেলা মৎস্য অফিসার শ্রী পলাশ চন্দ্র দেব নাথ।আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুর , মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ-ফেরদৌসী ইয়াসমীন চৌধুরী,ইউনাইটেড প্রেস ক্লাব,আত্রাই,নওগাঁ সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, মৌসুমী এনজিও আর এমটিটি মৎস্য প্রকল্প আত্রাই শাখা ব্যবস্থাপক মোঃ দেলোয়ার হোসেন,আত্রাই উপজেলা মৎস্য সমিতির সভাপতি ভূষন কুমার হালদার, মৎস্য জীবি সমিতির নেতা শ্রী অজিৎ কুমার হালদার, সফল মৎস্য চাষী উপজেলার ক্যাবপাড়া গ্রামের মোঃ খয়বর আলী,সফল মৎস্য চাষী সিংসাড়া গ্রামের মোঃ আলম হোসেন,সফল মৎস্য চাষী বান্দাইখাড়াগ্রামের খোকন সাহা,সফলমৎস্য চাষী্ উত্তর বিল গ্রামের ময়নুল ইসলাম মোমিন সহ উপজেলার বিভিন্ন এলাকার সকল শ্রেণীর মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।

আলৈাচনা সভায় বক্তারা বলেন, আমরা মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূণ। তবে আমাদের দেশীয় প্রজাতিতর মাছ উৎপাদনের দিকে মৎস্য চাষিদের মনোযোগী হতে হবে। তা ছাড়া দেশি মাছ বিলুপ্ত হয়ে যাবে। অনুষ্ঠন শেষে উপজেলার সফল ১৩জন মৎস্য চাষীদের মাঝে ক্রেস ও উপজেলার১০ জন মৎস্য খাদ্য বিক্রেতা ও হ্যাচারীর মালিকদের ক্রেস প্রদান করা হয়।

অনুষ্ঠানে মৌসুমী এনজিও র‌্যালীতে যোগদানকারী ও আলোচনা সভায় উপস্থিত এক হাজার দরিদ্র মৎস্য জীবিদের মাঝে মৌসুমী এনজিও আর এম টিটি মৎস্য প্রকল্পের আয়োজনে এক হাজার টি সাট বিতন করা হয়।


এএজি

সর্বশেষ

নামাজের সময়সূচী

রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪