Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

দুঃসংবাদ পেল ম্যাকডেনাল্ড’স

দুঃসংবাদ পেল ম্যাকডেনাল্ড’স
ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধের প্রভাবে বেশ বড় ধাক্কা খেয়েছে বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এমন প্রতিষ্ঠানগুলো যুদ্ধ শুরুর পর মুখোমুখি হয়েছে নজিরবিহীন বয়কটের। তার মধ্যে অন্যতম মার্কিন ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ড’স। করোনা মহামারির ধাক্কা সামলে উঠলেও গাজা যুদ্ধের কারণে বিভিন্ন স্থানে লোকসানের মুখ দেখেছিল কোম্পানিটি। এর মধ্যেই আরও একটি খারাপ খবর পেয়েছে ম্যাকডোনাল্ড’স।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গত তিন বছরের মধ্যে প্রথমবারের মতো নিজেদের বিক্রিতে নেতিবাচক চিত্র দেখতে পেয়েছে ম্যাকডোনাল্ড’স। বলা হচ্ছে, মূল্যস্ফীতির কারণে গ্রাহকরা কমদামি খাবারের প্রতি ঝুঁকে পড়া এবং নিজেদের ব্যয় কমিয়ে আনার ফলে এমনটা হয়েছে।

চলতি বছরের এপ্রিল-জুন মাসে বিশ্বব্যাপী ১ শতাংশ বিক্রয় কমেছে ম্যাকডোনাল্ড’সের। সোমবার (২৯ জুলাই) এমন তথ্য জানায় ফাস্টফুড জায়ান্টটি। ২০২০ সালের শেষ তিন মাসের পর এবারই প্রথম বিশ্বব্যাপী নেতিবাচক বিক্রয়ের দৃশ্য দেখেছে তারা। ওই বছর করোনো মহামারি দেখা দিলে বিশ্বজুড়ে লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি কোটি কোটি মানুষ ঘরবন্দি হয়ে পড়েছিলেন।

চীনে ভোক্তাদের চাহিদা মন্দা এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রতি সমর্থনের জেড়ে ভোক্তাদের বয়কটের মুখে পড়ার ফলে ম্যাকডোনাল্ড’সের বিক্রয় কমেছে ১ দশমিক ৩ শতাংশ। বিভিন্ন দেশে ম্যাকডোনাল্ড’সের ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে পাওয়া বিক্রয় তথ্যে এমনটা দেখা যায়।

ম্যাকডোনাল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস কেম্পজিনস্কি জানান, ভোক্তারা তাদের খরচের বিষয়ে খুব বৈষম্যমূলক হয়ে উঠেছেন। ফলে তাদের ব্যবসা কম হয়েছে। আগে ভোক্তারা অন্যান্য দামি খাবারের চেয়ে ম্যাকডোনাল্ড’সের খাবার পছন্দ করলেও এখন তেমনটা করছেন না। কেম্পজিনস্কি জানান, নিম্ন-আয়ের ভোক্তারা এই বাজার ছাড়ছেন। তারা এখন বাড়িতে খাচ্ছেন। এমনকি খরচ কমানোর অন্যান্য উপায় খুঁজে বের করছেন।

প্রতিষ্ঠানটির নির্বাহীরা জানান, জুন মাসে তারা বিক্রয় বাড়াতে ৫ ডলারের একটি খাবারের প্যাকেজ চালু করেছেন যা তাদের প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছে। আগস্টে যুক্তরাষ্ট্রের অধিকাংশ আউটলেটে তারা এই প্যাকেজটি গ্রাহকদের মধ্যে পরিচয় করিয়ে দিতে চান।

 
কেএ

সর্বশেষ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন