Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

ডিভাইস হ্যাক হওয়ার ঝুঁকিতে ব্যবহারকারীরা

ডিভাইস হ্যাক হওয়ার ঝুঁকিতে ব্যবহারকারীরা
প্রতীকী ছবি

মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডভিত্তিক ডিভাইস হ্যাক হওয়া থেকে রক্ষা পেতে ব্যবহারকারীদের সতর্ক করেছে গুগল। অ্যান্ড্রয়েড ডিভাইসে ধরা পড়েছে অনেক জিরো-ডে ত্রুটি, যার মাধ্যমে হ্যাকাররা স্মার্টফোনের নিয়ন্ত্রণ সহজেই নিয়ে নিতে পারে বলে জানিয়েছে গুগল। যদিও গুগল ইতোমধ্যেই নতুন সিকিউরিটি আপডেটের মাধ্যমে প্রায় ৪৬টি ত্রুটি ঠিক করে ফেলেছে।

টেকগাপের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ত্রুটিগুলো গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপের (টিএজি) সদস্য ক্লেমেন্ট লেসিগন শনাক্ত করেছেন, আর সে কারণেই গুগল অতিদ্রুত সমস্যা সমাধানে চেষ্টা করছে। তবে ব্যবহারকারীরা যতক্ষণ না এই আপডেট ইনস্টল করছেন, ততক্ষণ তাদের ডিভাইস হ্যাক হওয়ার আশঙ্কা থাকে।

গবেষক দলটি জানিয়েছে, হ্যাকাররা এরই মধ্যে রিমোট কোড এক্সিকিউশন (আরসিই) ত্রুটির সুযোগ নিয়ে ক্ষতি করছে ব্যবহারকারীদের।

লিনাক্স কার্নেল সম্পর্কিত একটি ত্রুটির কারণে ব্যবহারকারীদের ক্ষতি করার সুযোগ পেয়েছে হ্যাকাররা। এই ত্রুটির জন্য সহজেই তারা ডিভাইসগুলোর নেটওয়ার্ক কানেকশন পরিবর্তন করতে পারে এবং তাদের সার্ভারগুলোতে লিংক করার সময় ডিভাইসে দূষিত কনটেন্ট বা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারে।

যে কারণে গুগল অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের নতুন সিকিউরিটি আপডেট ডাউনলোড করে ইনস্টল করার পরামর্শ দিয়েছে।

ডিভাইসে লেটেস্ট আপডেট ইনস্টল করলে শুধু এর পারফরম্যান্স এবং ব্যাটারি উন্নত হয় না, পাশাপাশি বিভিন্ন সিকিউরিটি সমস্যা ঠিক হয়।

 
কেএ

সর্বশেষ

নামাজের সময়সূচী

রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪