Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে অবরোধ

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে অবরোধ
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচূত্য করে দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

শুক্রবার (৯ আগস্ট) সকালে ১১টার দিকে রাতইল ইউনিয়ন আওয়ামী লীগ ও সাধারণ মানুষ অস্ত্রশস্ত্র, ঢাল-সড়কি ও লাঠি-সোটা নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি ঢাকা–খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া বাজার এলাকায় অবস্থান নেয়।

পরে সেখানে টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখা হয়। এতে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভ সমাবেশে পুরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মকিমুল ইসলাম মকিম বলেন, "বঙ্গবন্ধু কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচূত্য করে তাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। আমরা মনে করি শেখ হাসিনার প্রতি এটি অবিচার করা হয়েছে। যতদিন না পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরে না আসবেন এবং আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় না আসবে ততদিন রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়া হবে।"

 


এএজি

সর্বশেষ

নামাজের সময়সূচী

রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪