Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

ভারতেই থাকবেন শেখ হাসিনা

ভারতেই থাকবেন শেখ হাসিনা
সংগৃহীত ছবি

ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে দেশ থেকে সোমবার (০৫ আগস্ট) পালিয়ে যান শেখ হাসিনা। সে দিন বিকেলে বোন রেহানাসহ দিল্লি পৌঁছান হাসিনা। তখন থেকেই ভারতে অবস্থান করছেন তারা। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে যুক্তরাজ্যে আশ্রয়ের চেষ্টা করলেও দেশটির আইন অনুযায়ী তা সম্ভব হচ্ছে।

এই পরিস্থিতিতে শেখ হাসিনা কোথায় থাকবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এর সহযোগী সংস্থা নিউজ-১৮ শুক্রবার (৯ আগস্ট) জানিয়েছে, ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী আপাতত ভারতেই থাকবেন। তবে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় নেবেন না। এর বদলে ভারতের ভিসার মাধ্যমে দেশটিতে অবস্থান করবেন। 

নিউজ-১৮ বলেছে, “শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে আমরা আমাদের সূত্রের মাধ্যমে জানতে পেরেছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দীর্ঘ সময়ের জন্য অবস্থান করতে যাচ্ছেন। এর আগে জানানো হয়েছিল শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন। হাসিনা ভিসার মাধ্যমে ভারতে অবস্থান করবেন। কারণ আমাদের (ভারতের) কোনো শরণার্থী বা সাহায্যপ্রার্থীর আইন নেই।"

গণমাধ্যমটি বলছে, “যুক্তরাজ্যে হাসিনা রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা চালিয়েছিলেন, সেটি আপাতত বাতিল করা হয়েছে। কারণ যুক্তরাজ্য এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেয়নি। এছাড়া যুক্তরাষ্ট্রও তার ভিসা বাতিল করেছে। হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের ওপর ইউরোপের অন্যান্য দেশগুলো চাপ দিচ্ছে। তবে ভারত সরকার শেখ হাসিনাকে বলেছে যে যতদিন পর্যন্ত তিনি ভবিষ্যত পরিকল্পনা ঠিক না করছেন ততদিন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করতে পারবেন।”


টিএ

সর্বশেষ

নামাজের সময়সূচী

রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন