পুরুষ তুমি
যদি পরতাম গবেষণা করতে পুরুষ তোমাকে নিয়ে...
কি কি উপাদন আছে তোমার মধ্যে,
যদি হাজার বছর রিমান্ডে নেওয়ার সুযোগ পেতাম,
তাহলে জানতে চাইতাম.....
অন্য নারীতে কি আছে মজা? আর কবে ছাড়বে তুমি মিথ্যা বলা....
আর কবে বিশ্বাসী হবে???
আর কত নারী নির্ঘুম কাটাবে পুরুষ তোমার জন্য??
যে নারীর পেট থেকে দুনিয়ায় আসলে
যে নারীকে জীবন সংগী হিসেবে না পেলে তুমি মরতে বসো....
সেই নারী কে পাওয়ার পরও
আসক্ত তুমি অন্য নারীতে বিষাক্ত পুরুষ।
অন্য নারীকে দেখে....
নিজের শখের নারীকে অবহেলা করো পুরষ তুমি,,
পুরুষ তুমিই বলো....
আর কি করলে.... কত ভালোবাসলে থাকবে তুমি এক নারীতে আসক্ত ?
ভাববে তুমি নিজের মানুষটাকে নিজের জীবনের অংশ।
কলমে - আবিদা সুলতানা সুরমা
টিএ