Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

বিআরটিএ সার্ভার সচল, মিলবে সব সেবা

বিআরটিএ সার্ভার সচল, মিলবে সব সেবা
ছবি: সংগৃহীত

জুলাই মাসে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভার সচল হয়েছে। এখন থেকে বিআরটিএ সংক্রান্ত সব সেবা মিলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার (১৯ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো বিআরটিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জুলাইতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বনানীতে অবস্থিত বিআরটিএ'র প্রধান কার্যালয় ও মিরপুর ১৪ নম্বরে সার্কেল-১ অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে সেখানকার ডেটা সেন্টারসহ অন্যান্য ইলেকট্রনিকস ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়।

ফলে প্রায় একমাস ধরে গাড়ির রেজিস্ট্রেশন, লাইসেন্স কার্ড, রুট পারমিটসহ চার ধরনের সেবা বন্ধ ছিল। এখন থেকে এ সবকটি সেবা পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

যারা এতদিন এসব কাজ করাতে না পেরে সমস্যায় ছিলেন, তাদের দ্রুত বিআরটিএ সার্কেল অফিস থেকে সংশ্লিষ্ট সেবা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

 


এএজি

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪