চোখে বনফুল
চোখের ভাষা চোখ বোঝে
মনের কথা মন বোঝে-
নীলিমায় শুভ্র কাশফুল হাসে
বনলতার অনাদরে বনফুল রাগে।
চোখের কাব্যে প্রণয় জাগে
দখিনা বাতায়ন মধুর লাগে,
বিরহীর চোখে নিষ্প্রভ আলো
চোখে বনফুল দেখে ভালো।
সৈকতে উদাসী হাওয়া বহে
মনোচুরি করে কথা কহে,
চোখের মায়া মাখানো প্রীতি
আবেশ জড়ানো কাব্য রীতি।
ঝিনুকের মালা প্রেম বলয়ে
উড়ে সুপ্ত প্রত্যয় লয়ে,
হতাশাগ্রস্থ চোখ তারে খোঁজে
বনলতার বনফুল ভাঁজে ভাঁজে।
স্বপ্নের দিন আসবে কখন
সম্প্রীতির সমন্বয় ঘটবে যখন!
কলিকালের বয়ান দিকে দিকে
চোখে বনফুল দেখে শুঁকে শুঁকে।
কলমে: রেশমা বেগম
টিএ