ইসলামী ব্যাংক কোম্পানিগঞ্জ শাখায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
'গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন’ স্লোগানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কোম্পানিগঞ্জ শাখায় ০৫ সেপ্টম্বর ২০২৪ বৃহস্পতিবার বিকেল ৪.৩০ ঘটিকায় স্থানীয় আলেম ওলামাদেরকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের অভ্যন্তরে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সেপ্টেম্বর মাসব্যাপী গ্রাহক সেবা মাস-২৪ উপলক্ষে ইসলামিক স্কলার, ধর্মীয় আলোচক, মসজিদের ইমাম ও খতীব ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণ কে নিয়ে মতবিনিময় সভায় শাখা প্রধান ও ভিপি মোহাম্মদ হোসেন আখতারের সভাপতিত্বে মামুন তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজার অপারেশন বিল্লাল হোসেন মজুমদার। উক্ত সভায় আরো বক্তব্য রাখেন মাওলানা হাবীবুর রহমান হেলালী, মাওলানা কবির আহমেদ, মাওলানা মো. তৌফিকুল ইসলাম সরকার, মাওলানা রহমত উল্লাহ আল ফায়সাল, মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ, মাওলানা মোহাম্মদ আমীর হোসেন, মাওলানা আবু নছর মো. ইলিয়াস প্রমুখ।
এএজি