বন্যাকবলিত মানুষের পাশে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম
বন্যাকবলিত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করবে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম। আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে ফেনীর উদ্দেশ্যে তাঁরা যাত্রা শুরু করে।
উক্ত উদ্যোগটি উদ্বোধন করেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মহিউদ্দীন আহমেদ সেলিম, বর্তমান সভাপতি ইঞ্জিনিয়ার এটিএম সামসুউদ্দীন খান, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ এনায়েত হোসেন, মহাসচিব ইঞ্জিনিয়ার এ.কে.এম মহসিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার সুমায়েল মো: মল্লিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
তাছাড়া উক্ত উদ্যেগের সার্বিক সহযোগিতায় ছিলেন ফোরামের ত্রাণ কমিটির পক্ষে আহ্ববায়ক ইঞ্জিনিয়ার সাঈদুর রহমান সাঈদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহা: মইদুল ইসলাম মঈদ, সহ-সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহমেদ নাবিল।
মোহাম্মদপুর টাউন হল থেকে আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে যাত্রা শুরু করে। আগামীকাল ফেনীর ফুলগাজীতে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, শাড়ি ও লুঙ্গী বিতরণ করবে। এছাড়া কুমিল্লা ও লক্ষীপুরে ত্রাণ বিতরণ কার্যক্রম চালাবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারস ফোরাম।
টিএ