বশেমুরবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের আয়োজনে কাওয়ালি গানের আসর
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইনকিলাব মঞ্চের আয়োজনে এক ব্যতিক্রমধর্মী কাওয়ালি গানের আসর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) নবনির্মিত মুক্তমঞ্চে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়, যা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রথম অনুষ্ঠান।
এই বিশেষ আয়োজনটি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান এবং শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফাইকুজ্জামান মিয়া।
অনুষ্ঠানে ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আজিজুর রহমান শান্ত'র উপস্থাপনায় কাওয়ালি আসরে একক ইসলামিক সংগীত, কোরাস, প্যারোডি এবং দলগত সংগীত পরিবেশন করা হয়। প্রায় হাজারখানেক দর্শক এই মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন। উপস্থিত দর্শকদের মধ্যে প্রথমবারের মতো 'দফ' বাজিয়ে গাওয়া সংগীত শোনার পর অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান বলেন, "আন্দোলন করে শিক্ষার্থীরা যা নিয়ে এসেছে তার ধারাবাহিকতায় আজকের যে অনুষ্ঠান তা আমার কাছে ভালোই লেগেছে।
ইনকিলাব মঞ্চের সদস্য ওবায়দুল ইসলাম বলেন,"আমাদের শহীদের স্মরণে এবং সুস্থ সংস্কৃতি ছাড়িয়ে দেওয়ার জন্য আজকে আমাদের এই আয়োজন। ভবিষ্যতে আমাদের আরো আয়োজন থাকবে। সবাইকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ। ভবিষ্যতে যেকোনো আয়োজনে এভাবে আমাদেরকে সহযোগিতা করবেন আশা করছি।
কেএ