Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ময়মনসিংহে বন্যায় পানিবন্দিদের উদ্ধারে সেনাবাহিনী

ময়মনসিংহে বন্যায় পানিবন্দিদের উদ্ধারে সেনাবাহিনী
সংগৃহীত ছবি

পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন‍্যায় ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকায় পানিবন্দি মানুষদের উদ্ধার অভিযান শুরু করছে সেনাবাহিনী। এতে সেনা সদস্যদের পাঁচটি দল কাজ করছে।

রোববার (৬ অক্টোবর) প্রথম দিনের মতো এই উদ্ধার অভিযানে কাজ শুরু করে সেনা সদস্যরা। 

এ সময় স্পিডবোটে করে প্রত্যন্ত এলাকার নারী ও শিশুসহ প্রাপ্তবয়স্ক মানুষদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিতে দেখা গেছে তাদের।

এই অভিযানের নেতৃত্ব দেন মেজর কাওছার মেহেদী। উপজেলার ধুড়াইল ও কৈচাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই উদ্ধার অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্র জানায়, দেশের সীমান্তবর্তী কংশ নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় ধুড়াইল, কৈচাপুর, আমতৈল, স্বদেশী ও শাকুয়াই ইউনিয়নের বেশিরভাগ গ্রামের মানুষ বতর্মানে পানিবন্দি।

এর আগে এদিন সকালে হালুয়াঘাটের বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। এ সময় তিনি দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


টিএ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪