সাভারে দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
অত্যন্ত উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন সাভারের বৃত্তি পরীক্ষা “২৪”।
শুক্রবার (০১ নভেম্বর) সকাল ৯টা থেকে ১২ টা পর্যন্ত সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলের চারটি কেন্দ্রে প্রায় তিন হাজার পাঁচশত শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা শুরু হওয়ার পর প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন এই এসোসিয়েশনের চেয়ারম্যান অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, প্রতিযোগিতা পূর্ণ বিশ্বে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার জন্য প্রতিবছর সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলের ছাত্র ছাত্রীদের নিয়ে একটি বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। যাতে করে এই পরীক্ষা তাদের মেধা, মনন ও চিন্তার ধারাকে বিকশিত করে।
বৃত্তি পরীক্ষার বিষয়ে ওয়েলফেয়ারের পরিচালক আবু সুফিয়ান বলেন, এই অঞ্চলের শিক্ষার্থীদেরকে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য বৃত্তি পরীক্ষার মাধ্যমে উৎসাহ প্রদান করে থাকি। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও পরিচর্যা করতে পারলে তারা শুধু দেশ নয় আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। তিনি আরও জানান, আমাদের সংগঠনটি বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকে। আমরা বন্যার্তদের মাঝে ত্রাণ দিয়ে থাকি, শীতার্তদের মাঝে শীত বস্ত্র উপহার, অসহায় দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সহায়তা প্রদান করে থাকি।
অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এ ধরণের আয়োজন আরও বাস্তবায়ন হলে তারা পড়া লেখায় মনোযোগী হবে। এই বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত সকলেই।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ওয়েলফেয়ার এর সদস্য সচিব আলমগীর হোসেন রাকিব, সাইফুদ্দিন আহমেদ, মনিরুল ইসলাম, তামিমুল ইসলাম, মাহিউদ্দিন সাকিব, মিজানুর রহমান, তানজিলুর রহমান, রেদোয়ান ইসলাম, আলী আকবর, দ্বীল মোহাম্মদ রানাসহ সেচ্ছাসেবক ও অন্যান্য সদস্যবৃন্দ ।
কেএ