Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

নাটোরে মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

নাটোরে মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

নাটোরে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রাহুল ইসলাম(১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার রাত ৮ টার দিকে শহরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষার্থী রাহুল ইসলাম শহরের দক্ষিণ পটুয়াপাড়া এলাকার হোটেল ব্যাবসায়ী বেলাল 

হোসেনের ছেলে। সে নাটোর কালেক্টরেট স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে দিঘাপতিয়া উত্তরা গণভবন এলাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিল রাহুল। এ সময় শহরের ভবানীগঞ্জ এলাকার শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামের সামনে একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গেলে মাথায় আঘাত পেলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নাটোর সদর থানার কর্মকর্তা ওসি মো. মাহবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি জব্দ করে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।


টিএ

নামাজের সময়সূচী

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন