Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

আইপিএলের আগামী তিন আসর শুরুর তারিখ ঘোষণা

আইপিএলের আগামী তিন আসর শুরুর তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত

আগামী তিন মৌসুম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কবে শুরু হবে সেই তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

আগামী বছরের আইপিএল শুরু হবে ১৪ মার্চ এবং আইপিএলের ফাইনাল ২৫ মে অনুষ্ঠিত হবে। ২০২৬ মৌসুমের আইপএল শুরু হবে ১৫ মার্চ। ফাইনাল ৩১ মে। ২০২৭ আইপএল শুরুর তারিখ ১৪ মার্চ, ফাইনাল ৩০ মে।

গত ৩ মৌসুমের মতো ২০২৫ আইপিএলেও ম্যাচ হবে মোট ৭৪টি। যদিও ২০২২ সালে ২০২৩–২৭ চক্রের সম্প্রচারস্বত্ব বিক্রির সময় ৮৪ ম্যাচের কথা বলা হয়েছিল। নতুন স্বত্বের দরপত্র অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ আইপিএলে ৮৪ ম্যাচ এবং চক্রের শেষ বছর ২০২৭ সালে ৯৪ ম্যাচ হওয়ার কথা।

বৃহস্পতিবার তারিখ চূড়ান্ত করে ফ্র্যাঞ্চাইজিদের কাছে পাঠিয়েছে কর্তৃপক্ষ। যা দেখার সুযোগ হয়েছে ক্রিকইনফোর। মেইলে পাঠানো তারিখগুলোকে উইন্ডো হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এটাই চূড়ান্ত বলে ধরে নেওয়া হচ্ছে।

 


এএজি

নামাজের সময়সূচী

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪