Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

৭ রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড

৭ রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড
ছবি: সংগৃহীত

স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বনিম্ন দলীয় সংগ্রহের বিব্রতকর রেকর্ডকে সঙ্গী করলো আইভরি কোস্ট। গতকাল নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রানে অলআউট হয়েছে আইভরি কোস্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক বাছাইয়ে দুই দল মুখোমুখি হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেটেও এটি সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

আগে ব‌্যাটিং করে নাইজেরিয়া ৪ উইকেটে ২৭১ রান করে। জবাব দিতে নেমে আইভরি কোস্ট গুটিয়ে যায় ৭ রানে। নাইজেরিয়া জয় পায় ২৬৪ রানে। দলের সাত ব‌্যাটসম‌্যান খুলতে পারেননি রানের খাতা। সর্বোচ্চ ৪ রান করেন ওটাটারা মোহামেদ।

এর আগে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল ১০ রান। গত বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে আইল অব মানে ১০ রান করেছিল। এরপর চলতি বছরের সেপ্টেম্বরে সিঙ্গারপুরের বিপক্ষে মঙ্গোলিয়াও ১০ রানে অলআউট হয়েছিল। এবার আইভরি কোস্ট তাদের রেকর্ডকেও ছাড়িয়ে গেলেন।

নাইজেরিয়ার হয়ে এদিন সেঞ্চুরি করেছেন সেলিম সালাউ। ১৩ চার ও ২ ছক্কায় ৫৩ বলে ১১২ করেন। এছাড়া আইসেক ওকপি ৩ চার ও ৬ ছক্কায় ২৩ বলে ৬৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন।

৭.৩ ওভারে অলআউট হয় আইভরি কোস্ট। তাদের এটিই ছিল স্বীকৃত ক্রিকেটে দ্বিতীয় টি-টোয়েন্টি ম‌্যাচ। এর আগে নিজেদের প্রথম ম‌্যাচে সিরিয়া লিয়নের বিপক্ষে মাত্র ২১ রানে অলআউট হয় ১৯০ রানের লক্ষ‌্য তাড়ায়। ২০২২ সালে তারা আইসিসির সহযোগী দেশ হিসেবে স্বীকৃতি পায়।

 
কেএ

নামাজের সময়সূচী

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪