Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়ায় ১৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ১৪ বাংলাদেশি আটক
সংগৃহিত ছবি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিবাসন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। এবার বিদেশিদের স্বর্গরাজ্য খ্যাত কুয়ালালামপুরের আম্পাংয়ের পান্দান মেওয়াহ এলাকার ১২টি ব্লকে অভিযান চালিয়েছে অভিবাসন বিভাগ। এ অভিযানে ১৪ বাংলাদেশিসহ ১১৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুয়ালালামপুরের আম্পাংয়ের পান্দান মেওয়াহ এলাকায় অভিযান চালায় সেলাঙ্গর অভিবাসন বিভাগ।

অভিযানে অংশ নেন সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ, আমপাং জায়া পুলিশ, ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট এবং আমপাং জায়া মিউনিসিপ্যাল কাউন্সিলের কর্মীসহ মোট ৪৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। 

অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনাস কামারুদ্দিন বলেন, গত এক সপ্তাহ ধরে ওই এলাকায় বিদেশিদের ভিড় নিয়ে জনসাধারণ ও গোয়েন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। অভিযানে ৪০০ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ৮৯ জন মিয়ানমারের নাগরিক, ১৪ জন বাংলাদেশি, ৮ জন নেপালি, চারজন করে ইন্দোনেশিয়ান ও ভারতীয় নাগরিক রয়েছে।

আটকদের সবার বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে। তবে তাদের কারও নামপরিচয় প্রকাশ করা হয়নি। 


টিএ

নামাজের সময়সূচী

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪