আগামীকাল তাহসানের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করবেন আতিফ আসলাম
ঢাকায় নেমেছেন পাকিস্তানের তুমুল জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ৩টা নাগাদ তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন।
উদ্দেশ্য, শুক্রবার (২৯ নভেম্বর) রাতে আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের কনসার্টে ঢাকার শিল্পী তাহসান খানের সঙ্গে মঞ্চ ভাগাভাগি।
কনসার্টটি আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। আয়োজকেরা জানিয়েছেন, শুক্রবার রাত ৮টার পর মঞ্চে উঠবেন আতিফ আসলাম। তার আগে গাইবেন ঢাকার তাহসান খান, ব্যান্ড কাকতাল এবং পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান।
২০০৩ সালে ব্যান্ড ‘জাল’-এর হয়ে পেশাদার সংগীতজীবন শুরু করেন আতিফ আসলাম। মূলত উর্দু ভাষায় গান গাইলেও তিনি হিন্দি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গেয়েছেন। গান গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেন আতিফ আসলাম।
এএজি