Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

সাকিব না থাকলে বিপিএলের গ্ল্যামার কমবে : বিসিবি সভাপতি

সাকিব না থাকলে বিপিএলের গ্ল্যামার কমবে : বিসিবি সভাপতি
বিসিবি সভাপতি ফারুক আহমেদ

সাকিব আল হাসানের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, এখনো সে আমাদের লিস্টে আছে। আশা করি যে, ও যেভাবে চাচ্ছে, সেটি সমাধান হবে। আমি মনে করি, সাকিব এখনো জাতীয় দলে খেলার ক্ষমতা রাখে। 

সাকিবের মানসিক প্রস্তুতি নিয়ে ফারুক আরও বলেন, একটা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা আর দেশের হয়ে খেলা এক জিনিস নয়। আমার মনে হয়, খুব একটা মানসিকভাবে প্রস্তুত নয় সাকিব, দেশের হয়ে খেলার জন্য।

বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে তার খেলার গুঞ্জন থাকলেও সেটি শেষ পর্যন্ত হচ্ছে না। পাশাপাশি, আগামী বছরের শুরুতে চ্যাম্পিয়নস ট্রফি ও চলতি মাসের শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার অংশগ্রহণ নিয়েও চূড়ান্ত অনিশ্চয়তার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

রোববার (১ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাকিবের অনুপস্থিতি প্রসঙ্গে বলেন, সাকিব আল হাসানের বিষয়টা আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আপনি আমাকে বারবার প্রশ্ন করেন আমি বিব্রত না। আমি চাই সাকিব আল হাসান খেলুক, ও যে কারণে দেশে আসতে পারছে না, এটার সঙ্গে ক্রিকেট বোর্ড কোনোভাবেই সম্পৃক্ত না। এর উত্তর দেয়া আমার পক্ষে সহজ না। আইনশৃঙ্খলা বাহিনী যেখানে আছেন, তাদের এই ব্যাপারটা মীমাংসা করতে হবে।

বিপিএলে সাকিব অংশ না নিলে এর গ্ল্যামার কমবে কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাকিব না থাকলে বিপিএলে গ্ল্যামার কমবে। তবে এই বিষয়ে আমাদের কিছু করার নেই।

 
এএজি

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪