নোয়াখালীতে ৩০তম আন্তর্জাতিক এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
৩০তম আন্তর্জাতিক এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ এর সভাপতিত্বে "অন্তভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ৩০তম আন্তর্জাতিক এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরে জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে প্রতিবন্ধীদেরকে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি পুলিশ সুপার, নোয়াখালীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ) মোহাম্মদ ইব্রাহীম, বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।
টিএ