রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

রাজশাহী থেকে চিলাহাটির চলাচলকারী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৬টায় ৩৬ মিনিটে রাজশাহীর বেলপুকুর এলাকায় বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটির উদ্দেশে রওনা দেয়। কিন্তু ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনের অদূরে বেলপুকুর নামক স্থানে পৌঁছলে একটি বগি লাইনচ্যুত হয়। এটির দুটি চাকা লাইনের বাইরে এসেছে। উদ্ধারকাজ চলছে।
তিনি আরও বলেন, এটি রাজশাহী স্টেশনের সকালে প্রথম ট্রেন। ফলে সকাল থেকেই রাজশাহী স্টেশন থেকে অন্য ট্রেন চলাচল বন্ধ আছে। রাজশাহী আসা ট্রেনগলোও পথে আটকা পড়েছে। উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
কেএ