Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

ভোলা তজুমদ্দিনে শিশু ধর্ষণকারী লোকমান বেপারী আটক

ভোলা তজুমদ্দিনে শিশু ধর্ষণকারী লোকমান বেপারী আটক
ছবি: সংগৃহীত

৭ বছরের শিশু ধর্ষণকারী পলাতক আসামী মোঃ লোকমান বেপারী (৩০) কে আটক করেছে র‌্যাব-৮, সিপিএসসি বরিশালের ভোলা ক্যাম্পের সদস্যরা।

সোমবার(১৩ জানুয়ারি ২০২৫) সকাল ৯টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা ক্যাম্প কমান্ডার লে. মো. শাহরিয়ার রিফাত।

ভোলার তজুমদ্দিন উপজেলায় গত ১৯ ডিসেম্বর মোঃ ইয়ামিন নামের (৭)ছেলে শিশুকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠে একই এলাকার পার্শ্ববর্তী লোকমান বেপারী  নামক এক ব্যাক্তির বিরুদ্বে। ঘটনার পর থেকে পলাতক ছিলেন আসামী লোকমান বেপারী।

২০ই ডিসেম্বর এঘটনায় ভুক্তভোগী ইয়ামিন এর মা আছমা বেগম বাদী হয়ে তজুমদ্দিন থানায় -নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/২০২০) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন মামলা নং-০৬।

আছমা বেগম থানায় মামলা করার পর বর্নিত আসামীর অবস্থান সনাক্তপূর্বক  র‍্যাব ক্যাম্প, ভোলা, সিপিএসসি, র‍্যাব-৮, বরিশাল এর একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১২ টার দিকে 

বোরহানউদ্দিন উপজেলা মনিরাম বাজার পাশে থেকে লোকমান বেপারী কে গ্রেফতার করেন।

জানা যায় যে,লোকমান বেপারী তজুমদ্দিন উপজেলার গোলকপুর ৪নং ওয়ার্ডের মোনাফ বেপারীর ছেলে।

যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য লোকমান বেপারীকে তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়।

 
এএজি

আরও পড়ুন