Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

পাঁচবিবি সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি

পাঁচবিবি সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি
সংগৃহিত ছবি

জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার সীমান্ত পিলারের কাছে ভারতের অভ্যন্তরে ফাঁকা গুলি ছুঁড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভুঁইডোবা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

২০-বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের কয়া বিওপির নায়েব সুবেদার নাঈমুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুব সকালে সীমান্তের ২৮২ নম্বর মেইন পিলারের ৪৩ নম্বর সাব পিলার এলাকায় গুলির শব্দ শোনা যায়। ওই এলাকার শূন্য রেখা থেকে ভারতের অভ্যন্তরে বিএসএফের টহলদল এক রাউন্ড গুলি ছুঁড়েছে। এতে কোনো হতাহত ও ক্ষতির ঘটনা ঘটেনি।

নায়েব সুবেদার নাঈমুল ইসলাম বলেন, গুলি ছোড়ার বিষয়টি বিএসএফ আমাদের কাছে স্বীকার করেছে। তারা বলেছে, চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়া হয়। এখন চোরাকারবারিরা তাদের দেশের নাকি আমাদের দেশের তা জানা যায়নি। গুলির পর চোরাকারবারিরা কিছু ফেলে গিয়েছে কিনা তা আমরা জানি না। এ ঘটনায় সীমান্তে কোনো সমস্যা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


টিএ

নামাজের সময়সূচী

সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন