Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

আইএমএফের শর্তের কারণে মানুষের কষ্ট বাড়ছে: এবি পার্টি

আইএমএফের শর্তের কারণে মানুষের কষ্ট বাড়ছে: এবি পার্টি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তের কারণে মানুষের কষ্ট বাড়ছে। আলাপ-আলোচনা ছাড়া ভ্যাট বাড়িয়েছে সরকার। এই ধরনের পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে এবি পার্টির কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সরকারকে ভ্যাট প্রত্যাহার করে নিজেদের ঘাটতি পূরণের আহ্বানও জানান মজিবুর রহমান মঞ্জু।

এ সময় এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সরকারকে বলতে হবে কোথায় সংকট রয়েছে? সংকটগুলো নিয়ে অংশীজন ও রাজনৈতিক দলগুলোর সাথে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে আনা যায়, সেটা দেখার কথাও বলেন এবি পার্টির সাধারণ সম্পাদক।


টিএ

নামাজের সময়সূচী

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন