Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

না ফেরার দেশে চলে গেলেন প্রতুল মুখোপাধ্যায়

না ফেরার দেশে চলে গেলেন প্রতুল মুখোপাধ্যায়
প্রতুল মুখোপাধ্যায়

কিংবদন্তি সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন।আজ শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস। 

প্রতুল মুখোপাধ্যায় ১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্ম প্রতুলের। বাবা প্রভাতচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সরকারি স্কুলের শিক্ষক। মা বাণী মুখোপাধ্যায় ও প্রতুলকে নিয়ে দেশভাগের পরে ভারতে চলে যান তিনি।

প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠে 'আমি বাংলায় গান গাই' গানটি ব্যাপকভাবে সমাদৃত। তার অন্য শ্রোতানন্দিত গানের মধ্যে আছে 'আলু বেচো', 'ছোকরা চাঁদ', 'তোমার কি কোনো তুলনা হয়', 'সেই মেয়েটি', 'ফেব্রুয়ারির একুশ তারিখ'।

তার জীবনের প্রথম অ্যালবাম 'পাথরে পাথরে নাচে আগুন' (১৯৮৮)। এরপর ১৯৯৪ সালে 'যেতে হবে' একক অ্যালবাম। শেষ অ্যালবাম 'ভোর' (২০২২)।

 
এএজি

নামাজের সময়সূচী

সোমবার, ১৪ জুলাই ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪