Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

হাজারী গলী মহল্লা কমিটির উদ্যোগে ইফতার পার্টি সম্পন্ন

হাজারী গলী  মহল্লা কমিটির উদ্যোগে  ইফতার পার্টি সম্পন্ন
ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় পাইকারি ওষধ ও স্বর্ণ ব্যবসার জন্য বিখ্যাত চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী এলাকা হাজারী গলী মহল্লা কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ২৪ মার্চ, স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে। 

বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক জনাব আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃদুল দে। প্রধান বক্তা হিসাব উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানহর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক দৈনিক মানবকণ্ঠ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান আলমগীর নুর। 

 বক্তারা কল্যাণময় রমজানের বিশেষ গুরুত্বপূর্ণ দিক ফজিলত এবং করনীয় বর্জনীয় সংক্রান্তে বক্তব্যে তুলে ধরেন। স্থানীয় ব্যাবসায়ী প্রশান্ত পান্ডের সঞ্চালনায় ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হরিভূষণ রায়, বাপ্পি নন্দী, শ্রীরাম আচার্য, স্বপন কুমার দে, স্বপন ধর, শিবু প্রসাদ, কমল নাথ, স্বাগতম সিং হাজারী, চন্দন দত্ত, বিধান ধর, রহমত আলী,টিটু মহাজনসহ প্রমুখ।

 


এএজি

নামাজের সময়সূচী

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন