বায়তুল মোকাররমে পবিত্র জুমাতুল বিদায় মুসল্লিদের ব্যাপক সমাগম

রমজান মাসের শেষ শুক্রবার ‘জুমাতুল বিদা’ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর বিভিন্ন মসজিদে মুসলিম উম্মাহর সমৃদ্ধি, ঐক্য ও মুক্তি কামনা করে বিশেষ প্রার্থনা ও দোয়ার আয়োজন করা হয়েছে। জুমাতুল বিদার নামাজে অংশ নিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের ব্যাপক সমাগম দেখা গেছে।
রমজান মাসের শেষ শুক্রবার অথবা শেষ জুমাবারের দিন জুমাতুল বিদা হিসেবে মুসলিম বিশ্বে পরিচিত। এই দিনটিকে ইসলামে বিশেষ মর্যাদা দেওয়া হয়। ইসলামী চিন্তাবিদদের মতে, রমজান মাসের সর্বোত্তম বা উৎকৃষ্ট দিবস হলো জুম্মাতুল বিদা (শেষ জুম্মা)। তাই মুসলিম উম্মাহর কাছে এ দিনটির গুরুত্ব অপরিসীম।
বিভিন্ন মসজিদে মুসলিম উম্মাহর সমৃদ্ধি, ঐক্য ও মুক্তি কামনা করে বিশেষ প্রার্থনা ও দোয়ার আয়োজন করা হয়।
এএজি